শাশুড়ির ভোট দিয়ে দিলেন বৌমা, রাজগঞ্জের জুম্মাগছের ঘটনা

শিলিগুড়ি, ১০ জুলাইঃ সোমবার সকাল থেকেই শুরু হয়েছে পুননির্বাচন।রাজ্যের প্রায় ৬৯৬টি বুথে চলছে ভোট গ্রহণ।কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া।


এদিকে রাজগঞ্জের সন্ন্যাসীকাটার জুম্মাগছে একজনের ভোট দিয়ে দিলেন আরেক জন।এদিন সকাল ৯টা নাগাদ জুম্মাগছের ১৮/১২১ নম্বর বুথে ভোটগ্রহণ শুরু হয়।সেই বুথেই দেখা যায় শাশুড়ি মায়ের ভোট দিয়ে দিলেন বৌমা।তিনি জানান, শাশুড়ি মা অসুস্থ থাকার কারণে তার ভোট তিনি দিয়েছেন।

এই বিষয়ে বুথের প্রিসাইডিং অফিসার জানান, সবকিছুই সুষ্ঠভাবে হচ্ছে।যারা বিকলাঙ্গ তাদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের যেতে দেওয়া হচ্ছে।যদি কোন অনিয়ম হয়ে থাকে তবে বিষয়টি আমরা দেখছি।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO