শিলিগুড়ি, ১৭ মার্চঃ অবশেষে কাটল জট! দুদিনব্যাপী টানা ছাত্র আন্দোলনের পর স্বাভাবিক হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের মেস পরিষেবা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার হোস্টেল মনিটরিং কমিটির বৈঠকের পর মেস পরিষেবা আগের মত চালু করার লিখিত আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মনিটরিং কমিটি।এরপরই আপাতত বিক্ষোভ স্থগিত রেখে শুক্রবার থেকে পঠনপাঠন স্বাভাবিক শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
তবে যতদিন না পর্যন্ত উপাচার্য নিয়োগ ও হোস্টেলের সুরক্ষা বৃদ্ধি না করা হয় ততদিন আন্দোলন চলবে বলে জানান পড়ুয়ারা।
অন্যদিকে মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হোস্টেলের মেস স্বাভাবিক করা হয়েছে ও আগামীদিনেও তা চলবে বলে রামকৃষ্ণ হল অফ রেসিডেন্সের হোস্টেল সুপার মনোরঞ্জন চৌধুরী জানান।