শেষের পথে হলদিবাড়ি-চিলাহাটি রুটে ভারত-বাংলাদেশ রেল লাইন সংযুক্তিকরণের কাজ

জলপাইগুড়ি,৬ অক্টোবরঃ হলদিবাড়ি-চিলাহাটি রুটে ভারত-বাংলাদেশ রেল লাইন সংযুক্তিকরণের কাজ প্রায় শেষের পথে।খুব শীঘ্রই পরীক্ষামূলকভাবে ভারত ও বাংলাদেশের এই নতুন রেলপথে ট্রায়ালের কাজ শুরু হবে।


সূত্রের খবর, আগামী ৭ অক্টোবর দুই দেশের রেল দফতরের উচ্চপদস্থ কর্তাদের উপস্থিতিতে হলদিবাড়ি-চিলাহাটি রেল রুটে একটি ইঞ্জিন দিয়ে করা হবে ট্রায়াল রান।যদিও তার আগেই লাইন সংযুক্তিকরণ করতে হবে।তাই জোরকদমে চলছে কাজ।

তবে আগামী ৭ অক্টোবর ট্রায়াল রানের কথা স্বীকার করেনি ভারতীয় রেল দফতর। উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুভানন্দ চন্দা বলেন,”দুই দেশের রেলপথ সংযুক্তিকরণের লক্ষ্যে আন্তর্জাতিক সীমানায় দ্রুত কাজ চলছে।এই মাসের মধ্যেই সমস্ত কাজ শেষ করবে ভারতীয় রেল।ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলবে কিনা তা এখুনি বলা সম্ভব নয়।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *