চেল নদীতে সেতু চাই! পদযাত্রা করে উত্তরকন্যায় পৌঁছলেন মহম্মদ নূর নবীবুল ইসলাম

ফুলবাড়ি, ২৮ মেঃ চেল নদীতে সেতুর দাবীতে পদযাত্রা করে উত্তরকন্যায় পৌঁছলেন মহম্মদ নূর নবীবুল ইসলাম। গত মঙ্গলবার অর্থাৎ ২৩ শে মে ক্রান্তি ব্লকের চেল নদী থেকে এই পদযাত্রা শুরু করেন ক্রান্তি ব্লকের কাঠালগুড়ি এলাকার বাসিন্দা নূর নবীবুল ইসলাম।


জানা গিয়েছে, মালবাজার ও ক্রান্তি এলাকার মানুষদের সেতুর দাবী নিয়ে তিনি পদযাত্রা শুরু করেছিলেন। এই পথযাত্রায় কিছুটা পথ তাঁর সঙ্গে পা মিলিয়েছিলেন পদ্মশ্রী করিমুল হক। নবীউল বাবু রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বদের বাড়িতে গিয়ে চেল নদীতে সেতুর দাবীতে স্মারকলিপি জমা দেন৷ শনিবার সন্ধ্যায় উত্তরকন্যায় এসে পৌঁছান তিনি।মুখ্যমন্ত্রীর কাছে তাঁর এই দাবী তুলে ধরতেই উত্তরকন্যায় পৌঁছান তিনি।

এদিন নূর নবীবুল ইসলাম জানান, ডুয়ার্সের মাল ও ক্রান্তি ব্লকের মধ্যে দিয়ে বয়ে গেছে চেল নদী। শীতে হাটু জল থাকলেও বর্ষায় নদী উত্তাল হয়ে ওঠে। ফলে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা সহ বিভিন্ন কাজের জন্য ক্রান্তি এলাকার মানুষদের মালবাজার শহরে আসতে হলে প্রায় ৪০ কিলোমিটার ঘুর পথে আসতে হয়। এছাড়া গ্রামে কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দমকল আসার আগেই পুড়ে ছাই হয়ে যায়। ইমারজেন্সি রোগীদের নিয়ে যেতে অনেক ঘুর পথে যেতে হয়।তাই কুমলাই গ্রাম এলাকায় চেল নদীর উপর সেতু তৈরি হলে মাল ও ক্রান্তির দুরত্ব অনেকটাই কমে দাঁড়াবে।


দীর্ঘ কয়েকবছর থেকে সেতুর দাবীতে সরব হয়েছে সেখানকার মানুষেরা।তাই সকল মানুষের দাবী নিয়ে আমি এই পদযাত্রা করে মুখ্যমন্ত্রীর কাছে সেতুর দাবি জানাতে এসেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *