সেভক, ১৩ সেপ্টেম্বরঃ ঐতিহাসিক সেভকেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য।
জানা গিয়েছে, সোমবার ভোরে সেভকেশ্বরী কালী মন্দিরের তালা ভেঙ্গে মায়ের পরনের স্বর্ণালঙ্কার সহ পূজার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।মন্দিরের পুরোহিত সকালে মন্দির পরিষ্কার করার জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করলে বিষয়টি নজরে আসে তার।এরপর বিষয়টি জানানো হয় মন্দির কমিটিকে।মন্দির কমিটি তড়িঘড়ি সেভক পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে।মন্দির চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে চুরির পর মন্দির বন্ধ থাকায় এদিন ভক্তরা মন্দিরের বাইরে থেকেই পুজো দিয়ে চলে যায়।আগামী দু-তিনদিন মন্দির বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।