শিলিগুড়ি, ১৫ মেঃ শিলিগুড়ির সেবক রোড়ের আইটিআই মোড় থেকে ইসকন মোড় পর্যন্ত রাস্তা বড় করার পাশাপাশি চলছে ড্রেন নির্মাণের কাজ।এর জন্য ভেঙে দেওয়া হয়েছে রাস্তার পাশে থাকা দোকানগুলি।যেকারনে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা।ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে, এদিন এলাকা পরিদর্শনে যান শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বোর চেয়ারম্যান থেকে শুরু করে এলাকার কাউন্সিলার।ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন মেয়র।পরিকল্পনা অনুযায়ী ব্যবসায়ীদের জায়গা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
এদিন ব্যবসায়ীরা বলেন, কয়েক মাস ধরে দোকান বন্ধ।অনেক সমস্যা হচ্ছে আমাদের।আমরা চাই ব্যবসায়ীদের কথা ভেবেই শহর সুন্দরভাবে সেজে উঠুক এবং উন্নয়ন হোক।ব্যবসায়ীদের জায়গা দেওয়া হবে বলে মেয়র কথা দিয়েছেন।মেয়রের আশ্বাসে খুশি ব্যবসায়ীরা।
এদিন মেয়র গৌতম দেব জানান, ব্যবসায়ীরা পাশে আছি।আমরা তাদের উচ্ছেদ করছি না।সমস্তটাই পরিকল্পনা অনুযায়ী করা হবে।