ফুলবাড়িতে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট-৩ এর কাজের শিলান্যাস করলেন মেয়র

ফুলবাড়ি ১৭ মার্চঃ ফুলবাড়িতে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ৩ এর কাজের শিলান্যাস করলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য আধিকারকরা।


জানা গিয়েছে, ২০০৯ সালে ফুলবাড়ি এলাকায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ৩ তৈরির কাজ শুরু হয়।পরবর্তীতে সেই কাজ বন্ধ হয়ে যায়।দীর্ঘদিন পর সেই প্ল্যান্টের কাজ শুরু করলো শিলিগুড়ি পুরনিগম। এই প্ল্যান্টের মাধ্যেমে জোড়াপানি নদী ও ফুলেশ্বরী নদীর জল সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যেম বৈজ্ঞানিক পদ্ধতিতে দূষণমুক্ত করে সেই জল নদীতে ফেলা হবে।

এই বিষয়ে মেয়র গৌতম দেব জানান, দীর্ঘদিন এই কাজটা বন্ধ ছিল। রাজ্য সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আবার এই কাজ শুরু করা হল।প্রথম পর্যায়ে ৬৮ কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *