শিলিগুড়ি, ৩ মার্চঃ যাদবপুরের ঘটনা নিয়ে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে ব্যাপক উত্তেজনা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে।
জানা গিয়েছে, এদিন যাদবপুরের ঘটনায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেটের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করছিল এসএফআই।তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, সাধারণ ছাত্র ছাত্রীদের গেটে বাধা দেওয়া হচ্ছিল।তাই তাদের সরে যেতে বলা হয়।সেইসময় দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।এসএফআই জেলা সভাপতি তন্ময় অধিকারী আহত হন।
গোটা ঘটনায় একে অপরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।