উত্তরবঙ্গ শিল্প বিকাশে বড় পদক্ষেপ রাজ্য সরকারের

কালিম্পঙে ১০ একর ও আলিপুরদুয়ারে ৫৩ একর জমি নিয়ে নতুন শিল্পতালুক করার সিদ্ধান্ত রাজ্য সরকারের। ইতিমধ্যেই প্রয়োজনীয় জমি চিহ্নিতকরণ করা হয়ে গেছে।


কালিম্পঙে ভূমিরূপ পরিবেশের কারনে স্ট্যান্ডার্ড ডিজাইন ফ্যাক্টরির মতো পরিকাঠামো করা হবে বলে নবান্ন সূত্রে খবর। জমি খালি রাখার পাশাপাশি বিল্ডিং তৈরির কথা ভাবা হচ্ছে। কেউ এখানে প্যাকেজিং ইউনিট বা নুডুলস তৈরির মতন ছোট ছোট ইউনিট করলে তিনি প্রয়োজনীয় সাহায্য সরকারের কাছ থেকে পাবেন। যেহেতু কালিম্পং ও অর্কিডের জন্য বিখ্যাত তাই কেউ নার্সারি করতে চাইলেও তাদেরকেও প্রয়োজনীয় খালি জমি দেওয়া হবে।

অপরদিকে আলিপুরদুয়ার জেলার শিল্পতালুক জয়গাঁতে ১১ একর এবং এথেলবাড়িতে ৪২ একর জমির উপর গড়ে উঠছে। ইতিমধ্যেই আলিপুরদুয়ারের শিল্পতালুক তালুকের জমি মাইক্রোসফট স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে এথেলবাড়িতে বিনিয়োগকারীরা সিমেন্টের পাইপ, স্ল্যাপ ইত্যাদির উপর আগ্রহ দেখিয়েছে।


(ফাইল চিত্র)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *