সিকিমে প্রবল বৃষ্টিতে নামল ধস, পর্যটকদের বিপদে ত্রাতা ভারতীয় সেনা

সিকিম,২০ মেঃ সিকিমে প্রবল বৃষ্টির ফলে ধস। ধসের জেরে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় সমস্যায় পড়লেন পর্যটকেরা। রাস্তায় আটকে পড়া প্রায় ৫০০ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা।


শনিবার  সিকিমের লাচেন, লাচুং এবং চুংথাং-এ ব্যাপক বৃষ্টি হয়েছে। এর ফলে সেখানে ঘুরতে গিয়ে পর্যটকেরা ধসের কারণে সমস্যার মধ্যে পড়েন। এরপরই ভারতীয় সেনার  ত্রিশক্তি কর্পসের সেনা জওয়ানেরা উদ্ধারকার্যে নামেন। ধসের কারণে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সেখান থেকে উদ্ধার করা হয়। পর্যটকদের মধ্যে ২১৬ জন পুরুষ,১১৩ জন মহিলা এবং ৫৪ জন শিশু ছিলেন। রাতে তিনটি আলাদা সেনা ক্যাম্পে পর্যটকদের রাখার ব্যবস্থা করে সেনা। সেনার তরফে গরম খাবার, পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। 

অন্যদিকে গুরুদোংমার লেকে ঘুরতে গিয়ে এক মহিলা পর্যটক শারীরিক অসুস্থতা বোধ করেন।  গুরুতর মাথাব্যথা এবং মাথা ঘোরার সমস্যার কথা জানান। সেনার তরফে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *