নকশালবাড়ি, ৫ জুনঃ শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল একটি বাঁদরকে।খবর পেয়ে বাঁদরটিকে উদ্ধার করল বনদপ্তর।
জানা গিয়েছে, নকশালবাড়ির সাতভাইয়া এলাকায় গত ২ বছর আগে দুর্ঘটনার কবলে পড়ে বাঁদরটি, এরপর জঙ্গলে ছেড়ে দেওয়া হলে ফের লোকালয়ে এসে ঘোরাঘুরি করতো।এতে অতিষ্ট হয়ে উঠেছিল বাসিন্দারা।এরপরই বাঁদরটিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় বলে অভিযোগ।
রবিবার খবর পেয়ে টুকরিয়াঝাড় বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাঁদরটিকে উদ্ধার করে।পরে গভীর জঙ্গলে বাঁদরটিকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।