শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতি হয়েছে তরমুজ ক্ষেতের, বিপাকে জলপাইগুড়ির তরমুজ চাষীরা

জলপাইগুড়ি, ২৭ এপ্রিলঃ শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতি হয়েছে তরমুজ ক্ষেতের, বিপাকে জলপাইগুড়ির সদর ব্লকের তরমুজ চাষীরা।


জানা গিয়েছে, জলপাইগুড়ির তিস্তা নদীর ৪ নম্বর স্পারে রবিন চৌধুরী, গোপাল মন্ডল ও নেপাল বিশ্বাস  সাত বিঘা জমিতে তরমুজ চাষ করেছিলেন।৪০-৫০ হাজার টাকা খরচ হয়েছিল।লাভের আশায় একটু দেরি করেই তরমুজ চাষ করেছিলেন তারা।কিন্তু শিলা বৃষ্টি ও ঝড়ে নষ্ট হয়েছে পুরো তরমুজ ক্ষেত।বর্তমানে ক্ষতির মুখে চাষীরা।

এক তরমুজ চাষী জানান, শিলাবৃষ্টি ও ঝড়ে সব ফসল নষ্ট হয়েছে।নতুন করে চাষ করার মত টাকাও হাতে নেই।এই অবস্থায় কি করবেন তা নিয়ে চিন্তায় রয়েছেন তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *