শিলিগুড়ি শহর পরিদর্শন কেন্দ্রীয় প্রতিনিধি দলের

শিলিগুড়ি,২৪ এপ্রিলঃ শিলিগুড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন করল কেন্দ্রীয় প্রতিনিধি দল।


আজ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল একটি বৈঠক করে এবং বৈঠক শেষে শহর পরিদর্শনে বেরিয়ে পড়েন তারা।প্রথমেই যান কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে।সেখান থেকে শিলিগুড়ির হিলকার্ট রোড,বর্ধমান রোড পরিদর্শনের পর তারা নয়াবাজার পরিদর্শন করেন।

এরপর জংশন হয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল পৌছায় শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে।সেখানকার ব্যবসায়ী এবং কর্মরত শ্রমিকদের সাথে কথা বলেন সদস্যরা।করোনা পরিস্থিতিতে কতটা সুরক্ষা ব্যবস্থা অবলম্বন করে তারা কাজ করছেন সেইসব বিষয়ে খোঁজ নেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করা হচ্ছে কিনা সেবিষয়েও খোঁজ নেওয়া হয়।পরিদর্শন শেষে তারা ফের রানিডাঙার এসএসবি হেড কোয়াটারে চলে যান।সেখানেই তারা রাত্রিবাস করবেন বলে জানা গিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslar