অনুষ্ঠিত হল শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন

শিলিগুড়ি, ২৭ মেঃ করোনা মহামারী কাটিয়ে ৪ বছর পর ফের অনুষ্ঠিত হল শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন।শুক্রবার সকাল ৮টা নাগাদ বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির ভোটদান প্রক্রিয়া শুরু হয়।সন্ধ্যে ৬টা অবধি চলবে ভোটগ্রহণ।নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহও লক্ষ্য করা গিয়েছে।


জানা গিয়েছে, প্রতি তিন বছর অন্তর অন্তর বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন হয়।তবে করোনা পরিস্থিতির জেরে এবারে চার বছর পর এই নির্বাচন করা হচ্ছে।বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির ভোটার সংখ্যা রয়েছে ১,৬৭২ জন।তার মধ্যে মহিলা ভোটার রয়েছেন ৩৫০জন।ভোটদান প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ১২টি বুথ করা হয়েছে।এদিকে নির্বাচনে প্রার্থীর সংখ্যা ৪৩জন।নির্বাচনে প্রথম ২১ জন প্রার্থীকে জয়ী বলে গণ্য করা হবে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে পরিমল মিত্র বলেন, সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *