শিলিগুড়ি কলেজে ধর্নায় বসলেন বেশকয়েকজন অধ্যাপক ও অধ্যাপিকা

শিলিগুড়ি, ৪ মার্চঃ শিলিগুড়ি কলেজে ধর্নায় বসলেন বেশ কয়েকজন অধ্যাপক ও অধ্যাপিকা।শিলিগুড়ি কলেজে সম্প্রতি প্রথম সেমিস্টারে অনেক পড়ুয়া ফেল করেছে।


ধর্নায় বসা অধ্যাপক ও অধ্যাপিকাদের অভিযোগ, ফেল করা পড়ুয়াদের নিয়ে শিলিগুড়ি কলেজের পরিচালন সমিতির সভাপতি একটি সংবাদমাধ্যমে অধ্যাপক ও অধ্যাপিকাদের নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। সেই মন্তব্যের বিরোধিতা করে কলেজে প্রশাসনিক ভবনের সামনে ধর্নায় বসেন অধ্যাপক ও অধ্যাপিকারা। তাঁদের অভিযোগ, পরিচালন সমিতির সভাপতি তাঁদের ফাঁকিবাজ বলেছেন। নতুন শিক্ষাপদ্ধতি ও অনেকদিন ধরে চলা ভর্তি প্রক্রিয়ার জন্য পড়ুয়াদের পড়াশোনায় সমস্যা হচ্ছে। অথচ অধ্যাপক ও অধ্যাপিকারা নিয়মিত ক্লাস নিলেও তাঁদের অপমান করা হচ্ছে।

যদিও ধর্নায় বসা অধ্যাপক ও অধ্যাপিকাদের অভিযোগকে ভিত্তিহীন বলেছেন পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত কর। কোথাও তিনি কাউকে ফাঁকিবাজ বলেননি বলে জানিয়েছে। তাঁর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বলেই জানিয়েছেন। ছাত্রছাত্রীদের কাছে খোঁজ নিলেই জানা যাবে কারা ক্লাস নেয় না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *