শিলিগুড়ি, ১৪ ডিসেম্বরঃ জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে ৭৫ বছর বর্ষপূর্তি সমাপ্তি অনুষ্ঠান হতে চলেছে শিলিগুড়ি গার্লস হাইস্কুলের।প্রাক্তনী ও বর্তমান পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এছাড়াও শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে।
দীনবন্ধু মঞ্চে স্কুলের পড়ুয়াদের সিনেমা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।বাঘাযতীন পার্কে ছৌ নাচ, হিমালয়ান স্নো লায়ন ডান্স হবে।সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সী, জয়তী চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী, রাঘব চ্যাটার্জি।আগামী ২ জানুয়ারি থেকে শুরু হবে অনুষ্ঠান।তবে করোনার জন্য অনুষ্ঠান আমন্ত্রণমূলক করা হয়েছে।২ জানুয়ারি বাঘাযতীন পার্কে বিভিন্ন সম্প্রদায়ের বিশেষ নাচ সহ অদিতি মুন্সির অনুষ্ঠান রয়েছে।৩ জানুয়ারি বর্ণাঢ্য প্রভাত ফেরি হবে গার্লস স্কুলের সামনে থেকে।সেদিন বিকেলে জয়তী চক্রবর্তীর অনুষ্ঠান রয়েছে।৪ জানুয়ারি বিকেলে লগ্নজিতা চক্রবর্তীর অনুষ্ঠান রয়েছে।৫ জানুয়ারি রাঘব চ্যাটার্জির অনুষ্ঠান হবে।
এছাড়াও স্কুলে অঙ্কণ, ক্যুইজ প্রতিযোগিতা হবে।মঙ্গলবার অনুষ্ঠানের নির্ঘণ্ট ও বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ি গার্লস হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি গৌতম দেব।