কলকাতার ন্যায় কার্নিভাল এবার শিলিগুড়িতে, অংশ নেবে বড় ও ঐতিহ্যবাহী ক্লাবগুলি

শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বরঃ কলকাতার ন্যায় দুর্গাপুজোর কার্নিভাল হবে শিলিগুড়িতে।শহরের বড় ও ঐতিহ্যবাহী ক্লাবগুলি এবার কার্নিভালে যোগ দেবে।বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি বাংলা সংস্কৃতিকে তুলে ধরা হবে কার্নিভালে।


আগামী ৭ অক্টোবর শিলিগুড়িতে কার্নিভাল হতে চলেছে।ইতিমধ্যেই কার্নিভাল নিয়ে প্রাথমিক আলোচনা সারা হয়েছে।কয়েকদিনের মধ্যেই কার্নিভালের চূড়ান্ত রূপরেখা তৈরি করে ফেলা হবে।শনিবারও পুরনিগমের আধিকারিক ও পুলিশকে নিয়ে পুরনিগমে আলোচনায় বসেন মেয়র গৌতম দেব।কার্নিভালে কি কি থাকবে ও রুট কি হবে তা নিয়ে এদিন আলোচনা হয়েছে।

এদিন মেয়র গৌতম দেব জানান, ২৫ থেকে ৩০ টি পুজো কার্নিভালে অংশগ্রহণ করবে।বিধান রোড থেকে শুরু হবে কার্নিভাল।এরপর হিলকার্ট রোড, সেবক মোড় হয়ে শোভাযাত্রা যাবে। প্রতিমা নিরঞ্জনের আগে এয়ারভিউ মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়াও বলেন, রবিবার হাশমি চক থেকে পুলিশের সঙ্গে পরিদর্শন করা হবে রাস্তা। ক্লাবগুলির নাম চূড়ান্ত হয়েছে। ক্লাবগুলির সঙ্গেও আলোচনা হয়েছে। কলকাতার কার্নিভালের কিছু মুহূর্ত তাদের দেখানো হবে। সেইমতো কার্নিভাল হবে শিলিগুড়িতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *