শিলিগুড়ি হিন্দি হাইস্কুল ফর গার্লস স্কুলে বিক্ষোভ দেখালো মাধ্যমিকে অকৃতকার্য পড়ুয়ারা

শিলিগুড়ি, ৪ জুনঃ শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে।এবারে পাশের হার ৮৬.৬০ শতাংশ।মাধ্যমিকে এবারে ভালো ফল করেছে শিলিগুড়ির ছাত্র ছাত্রীরাও।এদিকে পরীক্ষার ফলাফলের পর শনিবার শিলিগুড়ি হিন্দি হাইস্কুল ফর গার্লস স্কুলে বিক্ষোভ দেখালো মাধ্যমিকে অকৃতকার্য পড়ুয়ারা।


বিক্ষোভকারী পড়ুয়ারা জানায়, গোটা রাজ্যে মাধ্যমিকের ফল ভালো হয়েছে এরপরও শিলিগুড়ি হিন্দি হাইস্কুল ফর গার্লস স্কুলের এতজন পড়ুয়ারা কিভাবে ফেল করতে পারে।জানা গিয়েছে, স্কুল থেকে এবারে প্রায় ৩২৭ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।এরমধ্যে ২১৫ জন ছাত্রী ফেল করেছে এবং মাত্র ১১২ জন ছাত্রী পাস করেছে।

স্কুল কর্তৃপক্ষের ওপর অভিযোগ তুলে ছাত্রীরা জানায়, করোনা ও লকডাউন এর সময়ে স্কুলের তরফে অনলাইন ক্লাস করানো হয়নি।পরীক্ষা সামনে আসতেই স্কুল কর্তৃপক্ষ পড়াশোনার চাপ বাড়াতে থাকে।শীঘ্রই এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয়ে আগামীতে ফের বিক্ষোভ প্রদর্শন করা হবে।    


যদিও এই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *