শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে ফুটপাথ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পুরনিগমের

শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে ফুটপাথ দখলমুক্ত করতে ফের একবার  অভিযানে নামলো শিলিগুড়ি পুরনিগম।


কিছুদিন আগেই পুরনিগমের তরফে পুলিশের সহযোগিতায় শিলিগুড়ি জেলা হাসপাতালের প্রধান গেটের সামনে ফুটপাথ দখলমুক্ত করা হয়েছিল।তবে একমাস যেতে না যেতেই ফের কিছু ব্যবসায়ী হাসপাতালের সামনে ফুটপাথ দখল করে ব্যবসা শুরু করেছে।এই খবর পেয়েই মঙ্গলবার ফের একবার পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযানে নামে শিলিগুড়ি পুরনিগম।এদিন জেলা হাসপাতালের সামনে থেকে শুরু করে আদালত পর্যন্ত ফুটপাথ দখলমুক্ত করা হয়।

তবে ব্যবসায়ীদের অভিযোগ, বারবার তাদের ওপর এই ধরনের অত্যাচার করা হচ্ছে।শহরের আরও অনেক জায়গা অনেকেই দখল করে ব্যবসা চালাচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করছে না কেন?ব্যবসায়ীদের দাবি, ফুটপাথ থেকে সরিয়ে দেওয়া হলে ব্যবসা চালানোর জন্য নির্দিষ্ট কোনো স্থান দেওয়া হোক।


এই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, ফুটপাথ মানুষের চলাচলের উপযোগী করে গড়ে তুলতে হবে।ধীরে ধীরে অন্যান্য জায়গাতেও ফুটপাত দখলমুক্ত করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *