করোনার প্রভাব কুমোরটুলিতে, চিন্তায় মৃৎ শিল্পীরা

শিলিগুড়ি, ৫ জুনঃ করোনার জেরে জর্জরিত গোটা দেশ।যার প্রকোপ থেকে রেহাই পাচ্ছে না কেউই।সমস্ত জায়গার পাশাপাশি কুমোরটুলিতেও পড়েছে সেই প্রভাব।  


বাঙালীর বারো মাসে তেরো পার্বণ, সারা বছর ধরে চলে বিভিন্ন পুজো।এরফলে কুমোরটুলিতে সারাবছরই তৈরি হয় প্রতিমা। তবে এবছর সেই চিত্র অনেকটাই আলাদা। কোভিড ১৯ এর আতঙ্কের পাশাপাশি শহরবাসী রয়েছে আর্থিক সঙ্কটের মধ্যে, এছাড়াও এড়িয়ে চলতে হচ্ছে জমায়েত। তাই বাঙালীর বারো মাসে তেরো পার্বণ আজ শুধুই অতীত।অন্যান্য বছর এই সময় থেকেই দুর্গাপূজোর মূর্তি তৈরির বায়না পেতে শুরু করে কুমোরটুলির শিল্পীরা। তবে এবার দূর্গাপুজো তো দূরের কথা, কোনো পুজোতেই মূর্তির বায়না পাচ্ছেন না তারা।

কুমোরটুলি জুড়ে সারি সারি দাড় করানো মূর্তি, চলছে মূর্তি তৈরির তোড়জোড় এসব চিত্র এখন আর নজরে আসছে না।এখন কুমোরটুলি শুধুই ফাঁকা।


শিল্পীরা জানান,বিগত তিন মাস ধরে তারা কোনো অর্ডারই পাচ্ছেন না। ফলে আর্থিক সংকটের মধ্যে ভুগছেন তারা। এখন দূর্গাপুজো হবে কিনা সেই চিন্তাতেই তাদের মাথায় ভাজ। দূর্গাপুজো বাঙালীর সবচেয়ে বড় উৎসব, এই উৎসবে অনেক বড় বড় অর্ডার তারা পেয়ে থাকেন তবে বর্তমান পরিস্থিতির পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও তারা যথেষ্ট উদ্বিগ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *