করোনা সংক্রমন রুখতে ফের লকডাউন, তবুও কি সচেতন মানুষ ?

শিলিগুড়ি, ১৬ জুলাই: আজ থেকে শহরজুড়ে জারি হল ৭ দিনের লকডাউন।


জরুরী পরিষেবা ছাড়া সমস্ত অফিস বন্ধ। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বেরনো নিষেধ।এদিন সকাল থেকেই শহরজুড়ে চলছে পুলিশি টহল। তার মাঝেই অপ্রয়োজনে বেরিয়ে পড়ছেন বহু মানুষ।

দেশজুড়ে যখন লকডাউন চলছিল তখনও শহরের একই পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। অথচ শহরবাসী বিভিন্ন সময় চেয়েছিল করোনা সংক্রমন রুখতে আবারও লকডাউন হোক।


একদিকে যেভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে সেখানে আজও কতটা সচেতন সাধারণ মানুষ সেটা একটা বড় প্রশ্ন।

বুধবার শিলিগুড়িতে এখনও পর্যন্ত রেকর্ড সংক্রমনের হদিস মিলেছে, তার মাঝেও অসচেতন মানুষ। এই লকডাউন কতটা কার্যকরী হতে চলেছে সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *