নকশালবাড়িতে শুরু হল শিলিগুড়ি মহকুমা পরিষদ উৎসব নবান্ন

শিলিগুড়ি, ৩১ জানুয়ারিঃ আজ থেকে নকশালবাড়িতে শুরু হল শিলিগুড়ি মহকুমা পরিষদ উৎসব নবান্ন।আজ থেকে সাতদিন চলবে এই মহকুমা পরিষদ উৎসব।


মঙ্গলবার নকশালবাড়ির রথখোলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রায় পা মেলান আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিকবড়াইক, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, সভাধিপতি অরুণ ঘোষ, কাজল ঘোষ, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, জেলাশাসক, পুলিশ সুপার সহ অন্যান্যরা।

প্রথমবার শুরু হ‌ওয়া এই মহকুমা উৎসবে গোটা মহকুমার চারটি ব্লকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নকশালবাড়িতে মূল মঞ্চ থাকলেও মহকুমার মানুষদের উৎসবে সামিল করতে উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরা হবে এই নবান্ন উৎসবে।সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও খেলাধূলার আয়োজন করা হবে।মহকুমা উৎসবে ইমন, থেকে অদিতি ও সুরজিৎ এর মতো গায়কেরা আসবেন।


এদিন গৌতম দেব জানান, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই উৎসব।উত্তরবঙ্গের সংস্কৃতি তুলে ধরবে এই উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *