শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ বকেয়া মহার্ঘভাতা প্রদান, সরকারি দপ্তরে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে শিলিগুড়ি মহকুমাশাসকের দপ্তর অভিযান করলো রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চ।
এদিন মিছিল করে শিলিগুড়ি মহকুমাশাসকের দপ্তরে আসার আগেই তাদের আটকে দেয় পুলিশ।এরপর রাস্তার মধ্যে কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে ফিরে যান আন্দোলনকারীরা।
এই বিষয়ে সংগঠনের এক সদস্য বলেন, আমারা আগে বছরে দুবার করে মহার্ঘভাতা পেতাম।তবে ২৪ মাস ধরে আমরা কোন মহার্ঘভাতা পাচ্ছি না।এই কারণে গোটা রাজ্যজুড়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।