শিলিগুড়ি, ১ জানুয়ারিঃ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হল ২০তম শিলিগুড়ি নাট্যমেলা।আগামী ৬ জানুয়ারি অবধি চলবে।
এবারের নাট্যমেলার স্লোগান প্রতিবাদে প্রতিরোধে থিয়েটার।এদিন শিলিগুড়ির বাঘাযতীন ময়দানের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দীনবন্ধু মঞ্চে গিয়ে শেষ হয়।আগামী ২রা জানুয়ারি থেকে বিভিন্ন নাট্য গোষ্ঠীর তরফে নাটক উপস্থাপিত হবে।