শিলিগুড়ি, ৮ আগস্টঃ আজ ২২শে শ্রাবন।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম তিরোধান দিবস।
সোমবার শিলিগুড়ি পুরনিগমের তরফে বাঘাযতীন পার্কে রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস পালন করা হল।এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মূতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ, কাউন্সিলররা সহ অন্যান্যরা।
এদিন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে শহরের একাধিক সংগঠনের তরফেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস পালন করা হয়।এছাড়াও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও বাঘাযতীন পার্কে কবিগুরুর মূতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
এদিন মেয়র গৌতম দেব বলেন, ২২শ শ্রাবণ এর আগে সরকারি অনুমোদনে এসেছে।খুব তাড়াতাড়ি আমরা মহাত্মা গান্ধী মোড়ে ব্রঞ্চের রবীন্দ্রনাথের পূর্ণ প্রতিকৃতি উন্মোচন করা হবে।কলকাতার বিশিষ্ট ভাস্কর্য শিল্পী দিয়েই এই কাজ করানো হবে।