উত্তরবঙ্গের ছয় জেলার বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের নিয়ে শিলিগুড়িতে বৈঠক করলেন মন্ত্রী অরুপ বিশ্বাস

শিলিগুড়ি, ১১ সেপ্টেম্বরঃ দূর্গা পুজোর সময় বিদ্যুৎ বিভাগের কর্মীদের ছুটি বাতিল।আজ শিলিগুড়ি ট্যুরিস্ট লজে দূর্গা পূজা নিয়ে উত্তরবঙ্গের ছয় জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুররের বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এমনটাই জানালেন মন্ত্রী অরুপ বিশ্বাস।


এদিন মন্ত্রী অরুপ বিশ্বাস বলেন, উত্তরবঙ্গে ছয় জেলায় ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত প্রতিবছর প্রায় ৩৫০টি করে পুজো প্যান্ডেলের সংখ্যা বেড়েছে।২০১১ সালে ৯৮৮ পুজো প্যান্ডেল ছিল।২০২১ সালে পুজো প্যান্ডেলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৫৪টি।শিলিগুড়ি জোনে সপ্তমী ও অষ্টমীতে সবথেকে বেশি বিদ্যুৎ খরচ হয়।এই কারণে এবারে বিদ্যুৎ বিভাগ সমস্ত প্রস্তুতি নিয়েছে।

২৫ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোম্বর পর্যন্ত পুজো প্যান্ডেলগুলিতে বিদ্যুতের কানেকশন দেওয়া হবে।পুজোর সময় ৭ হাজার ৭৯০ জন কর্মচারী ডিউটিতে থাকবেন।এছাড়াও ৩৫০টি মোবাইল ভ্যান থাকবে।পুজোয় বিদ্যুৎ বিভাগের ১৩৯টি সাব স্টেশন এবং ২৫৭টি মুখ্য স্টেশন থাকবে।


পাশাপাশি বিদ্যুৎ বিভাগের তরফে একটি টোল ফ্রি নম্বর ও হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে।কোনোরকম অসুবিধে হলে টোল ফ্রি নম্বর 19121 নম্বর এবং 8900793503/8900793504 হেল্পলাইন নম্বরে ফোনে করে অভিযোগ বা সমস্যার কথা জানাতে পারবেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *