ব্রাজিল প্যারালিম্পিকে অংশগ্রহণ করতে চলেছে শিলিগুড়ির স্মরণ ও প্রিয়ম, সংবর্ধনা জানালো শিলিগুড়ি টি অ্যাসোসিয়েশন     

শিলিগুড়ি, ২৬ মার্চঃ ব্রাজিল প্যারালিম্পিকে অংশগ্রহণ করছে শিলিগুড়ির স্মরণ দাস এবং প্রিয়ম চ্যাটার্জি।তারা দুজন বঙ্গরত্ন তথা প্রাক্তণ টেবিল টেনিস খেলোয়াড় ভারতী ঘোষের থেকে প্রশিক্ষণ নিয়েছে।কোচ ভারতী ঘোষ দুজনকেই প্যারালিম্পিকের জন্য প্রস্তুত করেছেন।আগামী কয়েকদিনের মধ্যেই ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেবে দুজন।


আজ শিলিগুড়ি টি অ্যাসোসিয়েশন কমিটির তরফে স্মরণ দাস এবং প্রিয়ম চ্যাটার্জিকে সংবর্ধনা জানানো হল।এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।এদিন স্মরণ এবং প্রিয়মকে টেনিস কিট তুলে দেওয়া হয়।পাশাপাশি অ্যাসোসিয়েশনের তরফে আর্থিক সহায়তাও করা হয়।   

পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, শিলিগুড়ির স্মরণ দাস এবং প্রিয়ম চ্যাটার্জি ব্রাজিলে অনুষ্ঠিত প্যারালিম্পিকে ভারতকে নেতৃত্ব দেবে।যা আমাদের জন্য গর্বের বিষয়।আশা করছি কোচ ভারতী ঘোষের কঠোর পরিশ্রম ফল দেবে।পাশাপাশি তাদের দিকে সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার জন্য শিলিগুড়িটি অ্যাসোসিয়েশনকে ধন্যবাদও জানান তিনি।


কোচ ভারতী ঘোষ বলেন, এই দুই ছেলেই প্রতিবন্ধী।তবে তারা অন্যদের তুলনায় কোনো ক্ষেত্রেই কম নয়। দুজনই ভারতকে নেতৃত্ব দিতে ব্রাজিল যাচ্ছেন।এত বড় সাফল্য অর্জনের পরও এই দুই ছেলেকে সম্মান জানানোর, পাশে দাঁড়ানোর কেউ ছিল না।প্রথমে পুলিশ কমিশনার গৌরব শর্মা তাদের সম্মান জানান।এখন বহু প্রতিষ্ঠান এগিয়ে আসছে।এরফলে তাদের মনোবল অনেকটাই বাড়বে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *