পুলিশের নাম করে প্রতারণা, শিলিগুড়ি থানার পুলিশের গাড়ির চালক ও তাঁর সঙ্গী গ্রেফতার

শিলিগুড়ি, ২১ জানুয়ারিঃ পুলিশের নাম করে প্রতারণার অভিযোগ। গ্রেফতার করা হল শিলিগুড়ি থানার পুলিশের গাড়ির এক চালক এবং তাঁর এক সঙ্গীকে।ধৃতদের নাম করণ শাহ এবং শম্ভু দাস ওরফে শুভ।


জানা গিয়েছে, অভিযুক্ত করণ শাহ শিলিগুড়ি থানায় গাড়ি চালকের কাজ করে।প্রায় ৪ বছর ধরে শিলিগুড়ি থানার আইসি সহ থানার অন্যান্য গাড়ি চালাতো সে।এরফলে পুলিশ কর্মীদের সঙ্গে ভালো পরিচয়ও রয়েছে তাঁর।আর এই সুযোগ নিয়েই দেহ ব্যবসার সঙ্গে জড়িত এক মহিলার নাম মামলা থেকে সরানোর কথা বলে মহিলার পরিবারের কাছে লক্ষাধিক টাকা দাবি করে করণ।এরপর মহিলার মেয়ে মামলা থেকে মায়ের নাম সরাতে করণ শাহকে দেড় লক্ষ টাকা দেয়।অভিযোগ, টাকা নেওয়ার পর সে কথা রাখেনি।এরপরই শুক্রবার থানায় অভিযোগ দায়ের করে মহিলার মেয়ে ।

সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল রাতে প্রথমে করণ শাহকে ও পরে তাঁর সঙ্গী শম্ভু দাসকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।ধৃতদের ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 


এই বিষয়ে পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুবের্দী বলেন, অভিযুক্ত পুলিশের গাড়ি চালাতো।তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।পুলিশের নাম ব্যবহার করে সে বেআইনি কাজ করেছে।তাঁর তদন্ত চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *