শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে ঔষধি গাছের বাগান, অভিনব ভাবনা কর্তৃপক্ষের

শিলিগুড়ি,১৪ জুলাইঃ শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে ঔষধি গাছের বাগান। সেই বাগান থেকে স্কুল ছাত্রদের করা হবে তৎক্ষণাত ছোটখাটো চিকিৎসা। যেমন পড়ে গিয়ে কেটে গেলে গাছের পাতার রস ব্যবহার। আবার সর্দি-কাশি হলে তুলসি, বাসক পাতার ব্যবহার করা হবে। এছাড়াও নানা গুণ সম্পন্ন বেশকিছু গাছের বাগান তৈরি করা হল শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে। ছাত্রদের গাছগুলির গুণ সম্পর্কে জানানোর জন্যও এই বাগান তৈরি করা হয়েছে। বুধবার শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে বাগানের উদ্বোধন করেন পুরনিগমের প্রশাসক গৌতম দেব।আগামীতে আরও গাছ লাগানো হবে।


স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত জানান, ছাত্রদের কিছু হলে তখনই চিকিৎসার জন্য গাছগুলি ব্যবহার করা হবে। এছাড়া গাছের গুণাগণ সম্পর্কে জানানো ও ভবিষ্যতে গাছ নিয়ে পড়তেও যাতে ছাত্ররা উৎসুক হয় সেজন্য এমন বাগান বানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *