শিলিগুড়ি,৩১ ডিসেম্বরঃ শিলিগুড়িতে বন্ধ করা হল পাব ও রেস্তোরাঁয় হুক্কার বিক্রি। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে প্রত্যেক পাব কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে হুক্কা বার চালানো যাবে না।
এর আগে কলককাতা পুরসভার তরফে সেখানে থাকা হুক্কা বারগুলি বন্ধের ব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছিল। যে সমস্ত হুক্কা বারগুলিকে লাইসেন্স দেওয়া হয়েছিল সেগুলিও বাতিল করে দেওয়া হয়। এরপরই শিলিগুড়িতে হুক্কা বার বন্ধের দাবি ওঠে।
কিছুদিন আগেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটও শহরে থাকা হুক্কা বারগুলি বন্ধের ব্যাপারে নির্দেশিকা দিয়েছে। মূলত শিলিগুড়িতে পাবগুলিতে হুক্কার ব্যবহার বেশী। সেখানে মাঝেমধ্যেই অপ্রাপ্তবয়স্কদের হুক্কা দেওয়া হয়। আবার কখনও হুক্কার আড়ালে মাদক সেবন হয় বলেও অভিযোগ উঠেছে। যেকারণে হুক্কা বারগুলির ব্যাপারে কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে শিলিগুড়ি মেট্রপলিটন পুলিশ। বর্ষশেষ ও বর্ষবরণের আগে ফের একবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে প্রত্যেক বার, পাব কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে হুক্কা বিক্রি করা যাবে না। এব্যাপারে থানাগুলির তরফেও নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। এরপরও কোথাও যদি দেখা যায় যে হুক্কা বিক্রি হচ্ছে তাহলে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদী জানান, কিছুদিন আগেই হুক্কা বার বন্ধের ব্যাপারে নির্দেশিকা এসেছে। কোথাও যাতে হুক্কা বিক্রি না হয় সেজন্য সতর্ক করতে নোটিশ দেওয়া হয়েছে।