১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে শিলিগুড়ি মহকুমা বইমেলা

শিলিগুড়ি,৫ জানুয়ারিঃ আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে শিলিগুড়ি মহকুমা বইমেলা।এবার ১২ তম শিলিগুড়ি মহকুমা বইমেলা অনুষ্ঠিত হবে শিবমন্দির আঠারোখাই প্লে গ্রাউন্ডে।১৬ই জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।বৃহস্পতিবার বঙ্গীয় সাহিত্য পরিষদে একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।


তিনি আরও জানান, আগামী ১০ জানুয়ারী শিবমন্দির বি এড কলেজ ময়দান থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হবে যা মাটিগাড়া বিডিও অফিসের সামনে গিয়ে শেষ হবে।এছাড়াও গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপস্থিতিতে এই মেলার সূচনা হবে।৬০টি স্টলে ইংরেজী,হিন্দি, বাংলা,নেপালী রাজবংশী ভাষার বই এর সম্ভার থাকবে মেলায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *