শিলিগুড়ি, ৩০ জুন: করোনা সংক্রমণ রুখতে বন্ধ রয়েছে শহরের বিভিন্ন বাজার। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে শিলিগুড়িতে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই কারণে প্রশাসনিক নির্দেশ মেনে সোমবার থেকে ৭ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে টিকিয়াপাড়া, হায়দারপাড়া সহ শহরের আরও বিভিন্ন বাজার।
জানা গিয়েছে, বাজার কমিটিগুলির সাথে বৈঠক করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজারের ব্যাবসায়ীরাও এই ৭ দিনের বন্ধকে মেনে নিয়েছেন।
বাজারে প্রতিদিন প্রচুর মানুষের আনাগোনা থাকে ফলে বাজার থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও বেশি। কোনোভাবেই যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেকারনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।