শিলিগুড়ি,১৩ ডিসেম্বরঃ শিলিগুড়িতে ৮ দিন পর উদ্ধার হল নিখোঁজ নাবালিকার মৃতদেহ।মঙ্গলবার সুকনার কাছে চা বাগান থেকে উদ্ধার হয়েছে নাবালিকার পচাগলা মৃতদেহ।
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়ে যায় শিলিগুড়ির দক্ষিণ পলাশ এলাকার বাসিন্দা বছর বারোর এক নাবালিকা।নাবালিকাকে অপহরণের অভিযোগ ওঠে প্রতিবেশীর জামাই মনোজ রায়ের বিরুদ্ধে।নাবালিকার মা জানতে পারে, স্কুল থেকে ফেরার সময় নাবালিকা এক অপিরিচিত মহিলার সঙ্গে দেখা করে।এরপর দেবীডাঙার একটি দোকানের সিসিটিভি ক্যামেরার দেখা যায় প্রতিবেশী প্রদীপ কুমার রায়ের জামাই মনোজ রায় নাবালিকাকে বাইকে করে কোথাও নিয়ে যাচ্ছে।এরপরই গোটা বিষয়টি নিয়ে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার।এদিকে ঘটনার পর থেকে পলাতক মনোজ রায়।
মঙ্গলবার সুকনায় চা বাগানে স্থানীয়রা নাবালিকার পচাগলা মৃতদেহ দেখতে পান।খবর পেয়ে সুকনা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।ইতিমধ্যেই মৃতদেহটিকে শনাক্ত করেছেন নাবালিকার মা।অভিযুক্ত মনোজ রায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।