শিলিগুড়ি,২৬ ডিসেম্বরঃ শিলিগুড়িতে দুই আইসির আবাসনে হানা রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার।রবিবার মালদা জেলায় কর্মরত এক আইসির আবাসনে হানা দেয় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা।সেখানে তল্লাশি চালানো হয়।অন্যদিকে সোমবার দুপুরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে কর্মরত এক আইসির বাড়িতে হানা দেয় রাজ্য দুর্নীতি দমন শাখা।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে কর্মরত ওই আইসির আবাসন শালবাড়ি বাজারের কাছে রয়েছে।সেখানে দুপুর ১ টা নাগাদ রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার কর্তারা যান এবং তখন থেকেই সেখানে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে।রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার পাঁচজনের একটি দল সেখানে গিয়ে তল্লাশি চালাচ্ছেন।আবাসনে উপস্থিত রয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ওই আইসিও।
পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকমাস ধরেই এই দুই আইসির ওপরে নজরদারি রাখা হয়েছিল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তরফে।সেইমতো রবিবার রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার দলটি শিলিগুড়িতে আসে।প্রথমে মাটিগাড়ার উত্তরায়ন টাউনশিপে এক আইসির আবাসনে হানা দেয়।সোমবার শালবাড়িতে আর এক আইসির আবাসনে হানা দেয় তারা।