শিলিগুড়ি,২৪ আগস্টঃ করোনার বিরুদ্ধে লড়াইতে প্রথম সারিতে সামিল তারা। কন্টেনমেন্ট এলাকা থেকে শুরু করে করোনা আক্রান্তদের বাড়িতেও করছেন সার্ভে। কিন্তু এখনও অবধি জুলাই মাসের বেতন পাননি শিলিগুড়ি পুরনিগম এলাকায় কর্মরত স্বাস্থ্যকর্মীরা। যেকারণে বাধ্য হয়ে বিক্ষোভে সামিল হলেন কয়েকশো স্বাস্থ্যকর্মী। এদিন বকেয়া বেতন মেটানোর দাবি সহ একাধিক দাবিতে পুরনিগমে বিক্ষোভ দেখান দার্জিলিং জেলা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন। আগামী ৭ দিনের মধ্যে বেতন না পেলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।
এদিন সংগঠনের সম্পাদিকা শেফালি ভট্টাচার্য বলেন, করোনার সময়ে আমরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছি। কিন্তু বেতন পাইনি। মাথাপিছু ৩১২৫ টাকা বেতন। সেটাও বকেয়া। করোনার জন্য যে ভাতা দেওয়ার কথা সেই ভাতাও বকেয়া। তাই অবিলম্বে এই বেতন না দেওয়া হলে আমরা করোনার কাজ বন্ধ রেখেই আন্দোলনে বসবো।
এদিন বিষয়টি নিয়ে জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, আমরা স্বাস্থ্যকর্মীদের পাশে রয়েছি। তাদের বেতনের টাকা পুরনিগমে এসে গিয়েছে। কিন্তু সেই টাকা দেওয়া হচ্ছে না।অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি করা হচ্ছে। পুরনিগমের প্রশাসক মণ্ডলী পুরোপুরিভাবে ব্যার্থ।
এদিকে প্রশাসক মণ্ডলীর সদস্য শঙ্কর ঘোষ বলেন, প্রশাসক মণ্ডলীকে ছোট করার জন্য রঞ্জন সরকার কোনও বিষয়ে খোঁজ না নিয়েই মন্তব্য করেন৷ বকেয়া বেতন প্রসঙ্গে সুডার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যেভাবে স্বাস্থ্যকর্মীরা কাজ করে আসছেন তাতে তাদের যে দাবিগুলি রয়েছে তা পুরোপুরি ন্যায্য।