শিলিগুড়ি, ১০ অক্টোম্বরঃ রাজ্যজুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান।এর কারণ খুঁজতে নবান্নের নির্দেশে ডেঙ্গি প্রবণ এলাকা পরিদর্শন করলেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক ডঃ সুশান্ত রায়।সোমবার শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত দার্জিলিং ও জলপাইগুড়ি দুই জেলারই ডেঙ্গি প্রবণ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি।
এদিন দুই জেলারই ডেপুটি সিএমওআইচ ২ এবং পুর আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করেন।একাধিক জায়গায় জমা জল, পরিষ্কার পরিচ্ছন্নতায় ত্রুটি রয়েছে।তা সাফাই করার আবেদন জানান ডঃ সুশান্ত রায়।
এদিন ডঃ সুশান্ত রায় বলেন, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে।তার কারণ অসচেতনতা।এখনও বাড়ি বাড়ি জল জমে থাকতে দেখা গিয়েছে।কোথাও না কোথাও গাফিলতি রয়েছে।এই পরিস্থিতি মোকাবিলায় একটি উচ্চপর্যায়ের বৈঠক করা হবে সেখানেই আগামী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।