শিলিগুড়ি, ২৯ আগস্টঃ নদীতে স্নান করতে নেমে শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে নিখোঁজ হয়েছে ৩ নাবালক।এখনও অবধি মেলেনি তাদের খোঁজ।সন্তানদের ফেরার অপেক্ষায় পরিবার।
জানা গিয়েছে, গতকাল মাটিগাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিটি রনদীপ কলোনির বাসিন্দা ৯ বছরের রোহিত দাস বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে যায়।এরপর হঠাৎ ডুবে যায় রোহিত।অনেক খোজাখুঁজির পরও মেলেনি খোঁজ।পরবর্তীতে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম পৌঁছে খোঁজ শুরু করে।এদিকে সন্তানের চিন্তায় ভেঙে পড়েছেন রোহিতের মা।এই পরিস্থিতিতে ছেলেকে খুঁজে দেওয়ার আবেদন করেছেন তিনি।২৪ ঘণ্টা হয়ে গেলেও এখনও অবধি কোনো খোঁজ মেলেনি রোহিতের।এদিনও মহানন্দা নদীতে তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম।
উল্লেখ্য, গত ২৩ জুলাই শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডের পঞ্চানন কলোনিতে ৮ বছর বয়সী চিরঞ্জিত বর্মনও বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়।অন্যদিকে ২৪ জুলাই পার্বতী ঘাট মহানন্দা নদীতে ফুটবল আনতে গিয়ে জলে ডুবে নিখোঁজ হয়ে যায় ১১ বছর বয়সী শুভ কর্মকার।চিরঞ্জিত এবং শুভ নিখোঁজ হওয়ার এক মাসের বেশি হয়ে গেলেও এখনও অবধি তাদের খোঁজ মেলেনি।সন্তানদের ফিরে আসার অপেক্ষায় রয়েছে পরিবারগুলি।একমাসের মধ্যে ফের এই ঘটনা ঘটে গতকাল।
এনডিআরএফ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আধিকারিকেরা জানান, বৃষ্টিতে নদীতে জল অনেকটা বেড়ে গিয়েছে।এই কারণে অভিভাবকদের খেয়াল রাখতে হবে।পাশাপাশি মানুষকে সচেতন হতে হবে।