শিলিগুড়ি, ১২ এপ্রিলঃ শিলিগুড়িকে ঢেলে সাজাতে উদ্যোগী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর ইচ্ছেকে বাস্তবায়িত করতে শিলিগুড়ি পুরনিগম ও এসজেডিএ যৌথভাবে উন্নয়নমূলক কাজ শুরু করছে।ইতিমধ্যেই বেশ কয়েকবার এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর সঙ্গে বৈঠক সেরেছেন মেয়র গৌতম দেব।শুধু তাই নয় বেশকয়েকটি কাজের সূচনাও করা হয়েছে।
মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি রাস্তা, পাকা ড্রেন ও সৌন্দর্যায়নের প্রকল্পের শিলান্যাস করা হল।এই কাজের জন্য ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।এদিন শিলিগুড়ির অগ্রনী সংঘে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন ও ফলক উন্মোচন করে এইসমস্ত কাজের সূচনা করলেন মেয়র গৌতম দেব,এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী,ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান,শুধুমাত্র রাস্তা বা ড্রেনই নয়,পুরনিগমের সঙ্গে শহরের উন্নয়নের জন্য বেশকয়েকবার আলোচনাও হয়েছে।বিশেষ করে নবরুপে বিধান মার্কেট নির্মাণ,ফুলবাজার ও যানযট সমস্যা সমাধান, পার্কিং তৈরি নিয়ে আলোচনা হয়েছে।দ্রুত এই সমস্ত কাজ বাস্থবায়িত করতে পুরনিগমের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে।