শিলিগুড়ি, ১২ অক্টোবরঃ শিলিগুড়ির সেরা পুজো কমিটিগুলির নাম ঘোষণা করল দার্জিলিং জেলা প্রশাসন।সোমবার শিলিগুড়ি মহকুমাশাসক দফতরে সেরা পুজো কমিটিগুলির নাম জানানো হয়েছে।বিজয়ী ক্লাবগুলির হাতে তুলে দেওয়া হবে বিশ্ববাংলা শারদ সম্মান।
জেলাশাসক এস পন্নমবলম জানিয়েছেন বিভিন্ন বিষয়ের নিরিখে এবছর ক্লাবগুলিকে নির্বাচিত করা হয়েছে।তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।শ্রেষ্ঠপুজো হিসেবে শিলিগুড়ির তিনটি ক্লাবকে এবার শারদ সম্মান তুলে দেওয়া হবে।রবীন্দ্র সংঘ, দাদাভাই স্পোর্টিং ক্লাব ও সঙ্ঘশ্রী ক্লাবের সর্বশ্রেষ্ঠ পুজো হিসেবে সম্মান পাচ্ছে।শ্রেষ্ঠ প্রতিমার জন্য সম্মান পাচ্ছে জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার।
শ্রেষ্ঠ পুজো মণ্ডপ হিসেবে পুরস্কার পাচ্ছে শিলিগুড়ি রথখোলা স্পোর্টিং ক্লাব, স্বস্তিকা যুবক সংঘ, সুব্রত সংঘ।করোনা স্বাস্থ্যবিধির জন্য পুরস্কার পাচ্ছে রথখোলা নবীন সংঘ, কলেজ পাড়া পুজো কমিটি, ক্ষণিক সংঘ।
এবছর রবীন্দ্র সংঘের পুজোর থিম রাখা হয়েছে কাঠামো পুজো।দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজোর থিম কেদারা ও সঙ্ঘশ্রী ক্লাবের পুজোর থিম ‘পুজো এবার ঘটে পটে’।