শিলিগুড়িতে রিসোর্টে চলছে দেহব্যবসা! পুলিশের অভিযানে পর্দাফাঁস 

শিলিগুড়ি, ২৫ মেঃ শিলিগুড়িতে রিসোর্টের মধ্যেই চলছে দেহ ব্যবসা। শহরে এমন ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। শিলিগুড়িতে বিভিন্ন রাজ্য থেকে মানুষের আসা যাওয়া লেগেই রয়েছে। এদিকে রিসোর্টের মধ্যে দেহব্যবসার খবর মিলতেই অভিযান চালালো পুলিশ। গ্রেফতার করা হয়েছে চারজনকে। উদ্ধার হয়েছে এক যুবতী। 
শিলিগুড়ির শালবাড়ির কাছে ব্লু মাউন্টেন নামে একটি রিসোর্টে বুধবার রাতে অভিযান চালায় এসওজি ও  প্রধাননগর থানার পুলিশ।  জানা গিয়েছে  সেখানে বাইরের রাজ্য থেকে আসা লোকেদের কাছে যুবতীদের পাঠানো হত। এরপর পার্টি করার নামে চলতো দেহব্যাবসা। বুধবার রাতেও বিহার থেকে আসা তিনজনের জন্য সেরকমই ব্যবস্থা করা হয়েছিলো, কিন্তু তার আগেই অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ ও প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। গ্রেফতার করা হয় চারজনকে, উদ্ধার করা হয় এক যুবতীকে।
 
জানা গিয়েছে ধৃতদের নাম রাজু সরকার, বিনীত গৌতম, অভিষেক গৌতম, ইকবাল আহমেদ হাসমি। এদের মধ্যে রাজু সরকার শিলিগুড়ির ঝংকার মোড়ের বাসিন্দা, বাকি তিনজন বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে বিনীত গৌতম, অভিষেক গৌতম, ইকবাল আহমেদ হাসমি রিসোর্টে পৌঁছায়। এক যুবতীকেও নিয়ে আসা হয়েছিল। পুলিশ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে ধৃতদের আদালতে পেশ করে  হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO