শিলিগুড়ি, ৯ এপ্রিলঃ শিলিগুড়ির সেবক রোডে আগুনে ভস্মীভূত দুটি দোকান।রবিবার সকাল ১১টা নাগাদ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, সেখানে একটি চায়ের দোকান ছিল।সকালে চায়ের দোকান খোলা হয়েছিল।সেখান থেকেই আগুন লাগে।পাশে থাকা আরেকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে।দুটি চায়ের দোকান পুরোপুরিভাবে পুড়ে যায়।
খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।অন্যদিকে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়।এদিকে আগুনের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।