শিলিগুড়ি, ২৬ ডিসেম্বরঃ শিলিগুড়ি ও উত্তর পূর্বাঞ্চলের সুরক্ষায় কেন্দ্রীয় সরকারের নজর রয়েছে।কোনো দেশবিরোধী শক্তি মাথাচাড়া দিলে কেন্দ্র কঠোর ব্যবস্থা নেবে।সোমবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে একথা জানালেন কেন্দ্রীয় স্বরাস্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।
এদিন তিনি জানান, শিলিগুড়ি শহরে বেশকিছুদিন ধরে জঙ্গী সংগঠন ও নাশকতামূলক কর্মকান্ড করার চেষ্টা করা হচ্ছে।রাজ্য ও কেন্দ্র সরকার একে অপরের সঙ্গে কাজ করলে চিকেন নেক সুরক্ষিত হবে বলে তিনি জানান।পাশাপাশি করোনোর নতুন ভ্যারিয়েন্ট নিয়ে তিনি জানান, গত ২ বছর ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশ মত আমরা করোনার সঙ্গে লড়াই করেছি।আমাদের ফ্রন্টলাইন কর্মীরা অতি সতর্কতার সঙ্গে কাজ করছে।তবে করোনার বাড়বাড়ন্ত নিয়ে সবাই তৎপর রয়েছি।ইতিমধ্যে ভ্যাকসিনেশন ও বুস্টার ডোজ দেওয়া হয়েছে।সকলকে সর্তক থাকার বার্তা দেন তিনি।