শিলিগুড়ি,২৫ মেঃ শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ।ধৃতরা হল মনোজ ঘোষ ও শিবা পাসওয়ান।
প্রসঙ্গত, গত ১৯ মে শালুগাড়ার রামকৃষ্ণ মিশনের জমি দখল এবং নিরাপত্তাকর্মীদের মারধরের অভিযোগ ওঠে।এমনকি জমি মাফিয়া মিশনের মহারাজকে বের করে দেয়।ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি।এদিকে এই ঘটনা নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।এরপরই মামলার গুরুত্ব বুঝে তদন্তে নেমে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মনোজ ও শিবার কথা জানতে পারে পুলিশ।এরপরই শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এনজেপি থেকে মনোজ ও শিবাকে পাসওয়ান বস্তি থেকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ। আজ ধৃতদের আদালতে তোলা হয়।
অন্যদিকে ঘটনার চার দিন পর গত বৃহস্পতিবার রামকৃষ্ণ মিশনের মহারাজ সেবক হাউসে প্রবেশ করেন।ভক্তিনগর থানার আইসির নেতৃত্বে মিশনের ভেতরে প্রবেশ করেন তিনি।এরপরই মিশনের জমির দ্বায়িত্ব মহারাজের হাতে তুলে দেওয়া হয়।