শিলিগুড়ি,১৮ এপ্রিলঃ শিলিগুড়িতে রোড শো করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আজ শিলিগুড়ির গুরুং বস্তি থেকে চম্পাসারি পর্যন্ত রোড শো করেন তিনি।
এদিকে প্রচারে এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন মিঠুন চক্রবর্তী। মিঠুনকে গদ্দার বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে এদিন মিঠুন বলেন, বিজেপির যতো ভিড় বাড়বে ততো মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হবে। আমি গদ্দার নই। আমি সর্দার। আমার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী মানসিকভাবে ঠিক নেই। এদিন তিনি আরও বলেন, যেখানে প্রচারে যাচ্ছি। সেখানেই ভাল সাড়া পাচ্ছি। খুব ভাল ফল করবে বিজেপি।