থার্মাল স্ক্রিনিং করতে বাড়িতে ডাক্তার, শিলিগুড়িতে দুর্ব্যবহার ডাক্তার ও পুলিশের সঙ্গে

শিলিগুড়ি, ৪ জুনঃ ‘আপনি এখানে কী সূত্রে এসেছেন’? ‘হেনস্থা করা হয়েছে আমাকে’, আঙুল তুলে ডাক্তার ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করোনা আক্রান্তের পরিবারের।


শিলিগুড়ির শক্তিগড়ের এক মহিলা ও তার সন্তান করোনায় আক্রান্ত হয়ে মাটিগাড়ার কোভিড হাসপাতালে ভর্তি।প্রতিবেশীদের অভিযোগ, আক্রান্তের পরিবারের সদস্যরা হোম কোয়ারান্টিনে না থেকে এলাকায় ঘুরছে।এরপরই আজ দুপুরে আক্রান্তের বাড়িতে যান এনজেপি থানার পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের এক ডাক্তার।ওই পরিবারের সকলের থার্মাল স্ক্রিনিং করার পর ডাক্তার সোয়াব টেস্টের কথা বলেন। অভিযোগ, সেসময় ডাক্তার ও পুলিশের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন ওই পরিবারের এক সদস্যা। প্রতিবেশীদের উদ্দেশ্য করেও নানা কথা বলতে থাকেন।

এদিন এলাকাবাসীরা অভিযোগ করে জানান, ওই পরিবারের ২ সদস্য করোনা আক্রান্ত থাকলেও অন্যান্য সদস্যরা ও তাদের সংস্পর্শে থাকা বেশকয়েকজন বাইরে নানা জায়গায় যাচ্ছেন।ওনাদের বলা হয়েছে কিছু প্রয়োজন পড়লে তা বাড়িতে দিয়ে যাওয়া হবে।কিন্তু তারপরও তা মানতে নারাজ।পাল্টা সকলের সঙ্গে দুর্ব্যবহার করছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *