গাড়ি, বাইক কোথায় রাখবেন? শিলিগুড়িতে নতুন তিন জায়গায় পার্কিংয়ের জায়গা-কমবে যানজট!

শিলিগুড়ি, ১ ফেব্রুয়ারিঃ পার্কিংয়ের সমস্যা মেটাতে উদ্যোগ পুরনিগমের। শিলিগুড়িতে তিনটি নতুন জায়গায় গাড়ি, বাইক পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে যানজট সমস্যাও অনেকটা কমতে চলছে। বুধবার শিলিগুড়ি পুরনিগমে মহকুমাশাসক, পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছিলেন মেয়র গৌতম দেব। সেই আলোচনায় সিদ্ধান্ত হয় শহরে তিনটি জায়গা পার্কিংয়ের জন্য ব্যবহার হবে। পরবর্তীতে আরও বেশকিছু জায়গা খোঁজা হবে।


সেবক রোডের কাছে কিরণচন্দ্র ভবন প্রাঙ্গণে গাড়ি, বাইক পার্কিং করা যাবে। এসএফ রোডে সেল ট্যাক্সে দফতরের একটি পরিত্যক্ত জায়গা রয়েছে সেখানে ও তিনবাত্তি মোড়ের কাছে তিস্তা ব্যারেজের একটি জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা হবে বলে জানান মেয়র।

এছাড়াও তিনবাত্তি মোড়ে একটি বাসস্ট্যান্ড করা হচ্ছে। মাটিগাড়ার পরিবহন নগরেও এসজেডিএ এর সহযোগীতা নিয়ে সেখানে বাসস্ট্যান্ড করা হবে। দূরপাল্লার বাসগুলি সেখান থেকে ছাড়বে। এতে মূল শহরে যানজট কমবে। বুধবার এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে পুরনিগমে। পরিবহন নগরে বাসস্ট্যান্ড করা নিয়ে এসজেডিএ চেয়ারম্যান ও সিইও এর সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান মেয়র।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *