শিলিগুড়িতে আঙ্গুর ফলের চাষ করে তাক লাগালেন ব্যবসায়ী

শিলিগুড়ি, ৭ জুনঃ আঙ্গুর ফল সকলেরই কমবেশি প্রিয়।বিদেশি ফল হলেও ভারতে জনপ্রিয় এই আঙ্গুর।এবারে শিলিগুড়িতেই আঙ্গুর ফল চাষ করে তাক লাগালেন এক ব্যবসায়ী।বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় আঙ্গুর গাছ লাগিয়েছিলেন ব্যবসায়ী।আর সেই গাছেই ফলেছে থোকা থোকা আঙ্গুর।কোথায় হয়েছে এই আঙ্গুর চাষ?


ছোট থেকেই গাছের প্রতি অন্যরকম ঝোঁক ছিল শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের ডেকোরেটর ব্যবসায়ী অরূপ কুমার দত্তের।তবে বাড়িতে জায়গার অভাবে তেমনভাবে সম্ভব হয়ে উঠেনি।কিন্তু ওই যে কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়।

গত দুবছর আগে বাড়ির পাশেই একটি পরিত্যক্ত ফাঁকা জায়গায় ফুল ও শাকসবজি চাষ শুরু করেন তিনি।সফলও হন।এরপর আঙ্গুর চাষে উদ্যোগী হন।তবে প্রথমেই সাফল্য আসেনি।যার ফলে হতাশ হয়ে পড়েন।কিন্তু হাল ছাড়েননি।এরপরই মেলে সাফল্য।দুবছর পর বর্তমানে থোকা থোকা আঙ্গুর ফলেছে তাঁর গাছে।যা দেখে রীতিমত অবাক তিনি নিজেও।


এদিন অরূপ কুমার দত্ত বলেন, দীর্ঘ দুবছর পর আঙুর ফল উৎপাদন হল।প্রথম বছর গাছের সমস্ত পাতা ঝড়ে পড়ে যায়।দ্বিতীয় বছরের শেষের দিকে গাছে ফল আসে।গাছে আঙুর দেখে ভীষণ খুশি হয়েছি। তবে বিক্রি করার কোনো পরিকল্পনা নেই।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *