শিলিগুড়ি, ৫ আগস্টঃ শিলিগুড়ির মূল সড়কে নম্বরবিহীন টোটো বন্ধ করতেই সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভে নামলো নম্বরবিহীন টোটোর চালকেরা।
এদিন বিভিন্ন এলাকায় নম্বরবিহীন টোটোর পাশাপাশি স্থায়ী নম্বরের টোটোগুলিকে আটকে দেওয়ার অভিযোগ উঠে টোটো চালকদের বিরুদ্ধে।টোটো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।শহরের বিভিন্ন জায়গায় টোটো বন্ধ করাতেও রাস্তায় নামতে দেখা যায় তাদের।তা ঘিরের শহরের আশিঘর মোড়, ইস্টার্ন বাইপাস, ফুলেশ্বরি সহ নানান এলাকায় ঝামেলার ঘটনা ঘটে।এরপরই পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কোনভাবেই টোটো জোর করে বন্ধ করা যাবে না এবং যাত্রীদের টোটো থেকে নামানো যাবে না বলেই পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে টোটো চালকদের দাবী শহরের পকেট রোডগুলিতে নম্বরহীন টোটো চালাতে দেওয়া হচ্ছে না।যেকারনে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ নম্বরবিহীন টোটো চালকদের।