শিলিগুড়ি, ৪ অক্টোবরঃ সোমবার দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরাম এর ব্যবস্থাপনায় ও ব্লক মেডিক্যাল অফ হেড রাজগঞ্জ এবং ইউনিক ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় বৃহন্নলাদের টিকাকরণ সম্পন্ন হল।
জানা গিয়েছে, এদিন বাড়িভাষা ভবেশমোড় এলাকায় ২৫জন বৃহন্নলাকে করোনার দ্বিতীয় ডোজ দেওয়া হয়।
এদিন বৃহন্নলা ময়না দাস বলেন, আমাদের একাংশের টিকাকরণ সম্পন্ন হয়েছে।যারা বাকি রয়েছে আশাকরি পুজোর আগে টিকা নিয়ে নেবেন।ভয়ের কোনো কারণ নেই।
দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরাম এর সাধারণ সম্পাদক অমিত সরকার বলেন, বৃহন্নলাদের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হলো।আমরা খুব খুশি বৃহন্নলারা ভয়-ভীতি ভেঙ্গে করোনা টিকাকরণ নিয়েছে।যারা বাকি রয়েছে তাদের প্রত্যেককে টিকা নেওয়ার কথা বলেন তিনি।