চা বাগানের লিজ ল্যান্ড জমি ফ্রি হোল্ড করার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল

শিলিগুড়ি, ৫ এপ্রিলঃ চা বাগানের লিজ ল্যান্ড জমি গুলিকে ফ্রি হোল্ড ল্যান্ড করার প্রতিবাদ জানিয়ে পথে নামলো ইউনাইটেড ফোরাম ফর আদিবাসী রাইটস।


বুধবার দুপুরে শিলিগুড়ির মাল্লাগুড়ি থেকে প্রায় ৩০-৪০টি চা বাগানে শ্রমিকেরা একত্রিত হয়ে একটি প্রতিবাদ মিছিল করেন।মিছিলটি মাল্লাগুড়ি থেকে শুরু করে হিলকার্ট রোড পরিক্রমা করে মহকুমাশাসকের দপ্তরে গিয়ে শেষ হয়।সেখানে তাদের দাবী দাওয়া নিয়ে একটি স্মারকলিপি মহকুমাশাসকের মাধ্যমে রাজ্য সরকারকে প্রদান করা হয়।

এদিন সংগঠনের সদস্যরা জানান, বিধানসভায় যে জমি সংক্রান্ত বিল আনা হয়েছে তাতে ৪ নম্বর বিলে বলা হয়েছে চা বাগানের লিজল্যান্ড জমিগুলিকে ফ্রি হোল্ড করা হবে। এই জমিগুলি যদি ফ্রি হোল্ড করা হয় তবে বহু জমি বিক্রি হয়ে যাবে।ফলে বহু চা বাগান শ্রমিক বাগান ছাড়া হবেন।তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *